পাথরকুচি পাতার ১০টি উপকারিতা – পাথরকুচি পাতার ক্ষতিকর দিক
পাথরকুচি পাতার ১০টি উপকারিতা পাথরকুচি পাতার ক্ষতিকর দিকগুলো জেনে নিন। অনেকের বাসায় পাথরকুচি এর গাছ রয়েছে এগুলো যে কতটা উপকারী হয়তো জানা নেই। যাদের উচ্চ রক্ত তাদের সমস্যা রয়েছে তাদের জন্য পাথরকুচি পাতা অনেক উপকারী।
পাথরকুচি পাতা বিভিন্ন রোগ ভালো করে থাকে এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কিন্তু আপনার কি জানেন পাথরকুচি পাতার উপকারিতা গুলো কি কি? চলুন আজকে আর্টিকেলটির নিচের অংশগুলো থেকে পাতার কচি পাতার উপকারিতা ও ক্ষতিকর দিক সম্পর্কে জেনে নেওয়া যাক।পোস্ট সূচিপত্র: পাথর কুচি পাতার ১০টি উপকারিতা
পাথরকুচি পাতার ১০টি উপকারিতা
পাথরকুচি পাতার ১০টি উপকারিতা জেনে নিন। আমাদের অনেকের বাসায় পাথরকুচি পাতার গাছ রয়েছে। প্রাচীন আমল থেকে ওষুধ হিসেবে পাথরকুচি পাতা ব্যবহার হয়ে থাকে। পাথরকুচি পাতা বিভিন্ন রকম রোগ ভালো করে এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। নিচে পাথরকুচি ১০টি উপকারিতা দেওয়া হলো:
- ত্বকের যত্নে
- পেট ফাঁপা ভালো করে
- বাচ্চাদের পেট ব্যথা ভালো
- কিডনির পাথর অপসারণ করে
- পাইলস নিরাময় করে
- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
- জন্ডিস নিরাময় করে
- ডায়রিয়া বা আমাশয় ভালো করে
- শরীর জ্বালাপোড়া কমায়
- মৃগী রোগী উপকারী
ত্বকের যত্নে
ত্বকের যত্নে পাথরকুচি পাতা অনেক উপকারী। পাথরকুচি পাতার মধ্যে রয়েছে প্রচুর
পরিমাণে পানি জাতীয় উপাদান। তাই পাথরকুচি পাতা দিয়ে আপনি আপনার ত্বকের সৌন্দর্য
বৃদ্ধি করতে পারেন। এছাড়া ত্বকের কোন দাগ থাকলে সেগুলো ভালো হবে।
পেট ফাঁপা ভালো করে
অনেক সময় দেখা যায় আমাদের অনেকের পেট ফাঁপা সমস্যা দেখা যায়। এতে করে পেট ফুলে
উঠে থাকে ঠিকমতো প্রসাব পায়খানা হয় না। তাই পেট ফাঁপা ভালো করতে হলে পাথরকুচি
পাতার রস খেতে পারেন হালকা পরিমাণ চিনি দিয়ে যেতে পারেন। অথবা পানি মিশিয়ে খেতে
পারেন।
বাচ্চাদের পেট ভালো করে
বর্তমানে অনেক বাচ্চাদের পেট ব্যথা করে থাকে। বড়দের পেট ব্যথা করলে তারা বলতে
পারে কিন্তু বাচ্চাদের পেট ব্যথা করলে তার ভালোভাবে বলতে পারে না। তাই যদি দেখেন
আপনার বাচ্চার পেট ব্যথা করছে তাহলে পাথর করছে পাতার রস বের করে পেটে মালিশ করবেন
দেখবেন পেট ব্যাথা একটু হলেও কমে গেছে।
কিডনির পাথর অপসারণ করে
বর্তমানে অনেকে কিডনির পাথর রোগে আক্রান্ত হয়ে থাকেন। বর্তমানে অনেকে কিডনিতে
পাথর এবং গলগন্ড রোগের এ পাথর সমস্যায় ভুগে থাকেন। তাই আপনার যদি এরকম কিডনিতে
অথবা গল ব্লাডারে পাথর হয়ে থাকে তাহলে পাথরকুচি পাতার রস খেতে পারেন। দেখবেন
কিডনিতে পাথর অপসারণ হয়ে যাবে। তবে এটার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়া
প্রয়োজন।
আরো পড়ুন: চিরতা যাদুকরী যত গুনাগুণ চিরতা কতদিন খাওয়া যায়
পাইলস নিরাময় করে
বর্তমানে অনেকে পাইলস রোগে আক্রান্ত হয়ে থাকে যা অনেক কষ্টকর একটা রোগ। তাই
আপনার যদি তাই যে সমস্যা থেকে থাকে তাহলে পাথরকুচি পাতার রস এবং গোলমরিচ একসাথে
খেতে পারলে পাইলস নিরাময় হয়ে যাবে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ
যাদের উচ্চ রক্ত তাদের সমস্যা রয়েছে তাদের জন্য পাথরকুচি পাতা অনেক উপকারী।
এছাড়া মূত্রথলি সমস্যা নিরাময় করতে পাথরকুচি পাতার রস তৈরি করে খেতে পারেন। এটা
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে এবং মূত্রথলির সমস্যা নিরাময় করবে।
জন্ডিস নিরাময় করে
জন্ডিস লিভারের সকল সমস্যা ভালো করতে পাথরকুচি পাতা এবং পাথরকুচি পাতার জুস তৈরি
করে খেতে পারেন দেখবেন এটা আপনার জন্য ভালো করবে এছাড়া লিভারের সকল সমস্যার
মুক্ত করে দেবে।
ডায়রিয়া বা আমাশয় ভালো করে
অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা লেগে গেলে এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার পরে
ডায়রিয়া বা সমস্যায় হয়ে থাকলে। তাই ডায়রিয়া বা মাসে ভালো করতে চাইলে করছে
পাথর কুচি পাতার রস খেতে পারেন আরাম পেয়ে যাবেন।
শরীর জ্বালাপোড়া কমায়
অনেকের প্রতিনিধি শরীর জ্বালাপোড়া করে তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে হালকা
পরিমান গরম পানির সাথে পার্থক্য দিয়ে সেগুলো পান করবেন দেখবেন শরীরের
জ্বালাপোড়া অনেকটা কমে যাবে।
মৃগী রোগীর উপকারী
মৃগী রোগে এমন একটি মারাত্মক রোগ যেটা হলে ঠিক মত বাঁচা যায় না। সেজন্য মৃগী
রোগে আক্রান্ত রোগীকে পাশ থেকে দশ ফোটা পাথরকুচি পাতার রস মুখের মধ্যে দেবেন।
এগুলো রস পেটের মধ্যে যেতে পারলে কাজ করা শুরু করবে। পাথরকুচি পাতার উপকারিতা
রয়েছে অনেক।
পাথরকুচি পাতার ক্ষতিকর দিক
পাথরকুচি পাতার ক্ষতিকর দিকগুলো জেনে নিন। পাথরকুচি পাতার ১০টি উপকারিতা রয়েছে
এর উপকারিতা আর পাশাপাশি পাথরকুচি পাথর ক্ষতিকর দিকগুলো রয়েছে। নিচে পাথরকুচি
পাতার ক্ষতিকর দিকগুলো দেওয়া হলো:
- অতিরিক্ত পাথরকুচি পাতা খেলে পেটের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। যেমন: ডায়রিয়া হতে পারে তবে পরিমাণ মতো খেলে এটা ডায়রিয়া ভালো করে থাকে।
- অতিরিক্ত পাথরকুচি পাতার রস খেলে এটা মুখে স্বাদ নষ্ট করতে পারে। পরিমাণ মতো খাওয়া চেষ্টা করবেন
- প্রতিনিয়ত বেশি বেশি পাথরকুচি পাতা খেলে এটা ক্ষুধা মন্দা তৈরি করতে পারে।
- অতিরিক্ত পাথরকুচি পাতা খাওয়ার ফলে পিওথলিতে দিতে সমস্যা হতে পারে।
এগুলো মূলত পাথরকুচি পাতার ক্ষতিকর দিকসমূহ। তবে আপনি যদি নিয়ম মেনে খেতে
পারেন তাহলে এটা আপনার জন্য কোন ক্ষতি করবে না উপকার করবে। তাই সময় মতো নিয়ম
মেনে খাওয়ার চেষ্টা করবেন।
পাথরকুচি পাতা খাওয়ার নিয়ম
পাথরকুচি পাতা খাওয়ার নিয়ম নিন। পাথরকুচি পাতা খাওয়ার নিয়ম অনেক সহজ যেভাবে
আপনি খাবেন সেভাবে ভালো উপকারিতা পাবেন। কেননা পাথরকুচি পাতা আপনি খালি মুখে
চিবিয়ে খেতে পারেন। অথবা আপনি চাইলে পাথরকুচির পাতার রস বের করে সেই পাতার রসটি
খেতে পারেন।
কিডনিতে পাথর হলে পাথরকুচির পাতার মুখে দিয়ে চিবিয়ে খাবেন। অথবা আপনি চাইলে
পাথরকুচি পাতার রস বের করে সেগুলো রস পানির সাথে মিশিয়ে খেতে পারেন। আবার অনেক
সময় দেখা যায় অনেকের পেট ফুলে যায় প্রসব আটকে থাকে তার জন্য আপনি তখন হালকা
পরিমাণ পাথরকুচি পাতার রস বের করে নিবেন।
এবং পাথরকুচি পাতার রস বের করা না হয়ে গেলে তার সাথে হালকা পরিমাণ চিনি মিশিয়ে
সেগুলো পান করবেন। এভাবে যদি আপনি পাথরকুচি পাতা খান তাহলে সকল সমস্যা থেকে
মুক্তি পেতে পারেন। তাই পাথরকুচি পাতা খাওয়ার অভ্যাস তৈরি করুন।
খালি পেটে পাথরকুচি পাতা খেলে কি হয়
খালি পেটে পাথরকুচি পাতা খেলে কি হয় জেনে নিন। খালি পেটে পাথরকুচি পাতা খাওয়ার
অনেক উপকারিতা রয়েছে। তবে যেমন বিশ্বাস করে সকালবেলা আমি ঘুম থেকে উঠার পরে
প্রস্রাব করতে গেলে অনেক জ্বালাপোড়া করে থাকে।
এবং অনেকের ধাতু ক্ষয় হয় তাই কেউ যদি খালি পেটে পাথরকুচি পাতা অথবা পাথরকুচি
পাতার রস খায় তাহলে প্রসবের সময় জ্বালাপোড়া।এবং ধাতু ক্ষয়ের সমস্যা থেকে
মুক্তি পেতে পারেন। এছাড়া পেটের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে সেগুলো ভালো করতে
চাইলে সকাল বেলা খালি পেটে পাথরকুচি পাতার রস খাওয়া যেতে পারে। পাথরকুচি পাতার
১০টি উপকারিতার মধ্যে এগুলো রয়েছে।
পাথরকুচি পাতা কখন খেতে হয়
পাথরকুচি পাতা কখন খেতে হয় জেনে নিন। পাথরকুচি পাতার ১০টি উপকারিতার সম্পর্কে
আপনারা জানতে পেরেছেন। এবং খাওয়ার নিয়ম জানতে পেরেছেন তবে পাথরকুচি পাতা কখন
খেতে হয় বেশি অনেকে জানতে চেয়ে থাকেন কিন্তু সেটা জানতে পারেননি। আসলে পাথরকুচি
পাতা খাওয়ার তেমন নির্দিষ্ট কোন সময় নেই। তবে আপনি সকালবেলা খালি পেটে খেতে
পারেন।
অথবা সকালে কোন খাবার খাওয়ার পরও খেতে পারেন। পাথরকুচি পাতা থেকে ভালো উপকারিতা
পাওয়ার জন্য দিনে দুবার করে খাবেন। যেকোনো সময় দিনে দুবার খেলেই হবে। তাই
পাথরকুচি পাতা এভাবেই খাবেন উপকারিতা পাবেন।
পাথরকুচি পাতার অপকারিতা
পাথরকুচি পাতার অপকারিতা গুলো জেনে নিন। পাথরকুচি পাতার ক্ষতিকর দিক রয়েছে যা
অনেকেরই অজানা। পাথরকুচি পাতার অত্যাধিক ব্যবহার শরীরের ভারী রাসায়নিক
বিষক্রিয়া ঘটাতে পারে। তাছাড়া এটি কিডনি লিভারের ক্ষতি সাধন করতে পারে। সুতরাং
স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব থাকলে এর অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলা উচিত।
পাথরকুচি পাতার বৈশিষ্ট্য
পাথরকুচি পাতার বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিন। পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে
পানি থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী। পাথরকুচি পাতার রসের সঙ্গে গোলমরিচ
মিশিয়ে পান করলে পাইলস ও অশ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি জন্ডিস
নিরাময়ের জন্য লিভারের যেকোন সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা এর জুস
অনেক উপকারী।
পাথরকুচি পাতাকে নিয়ে গলগন্ডের পাথর অপসারণ করতে সাহায্য করে। এমনকি মৃগী
রোগীদের পাথরকুচি পাতার রস দুই থেকে দশ ফোটা খাওয়ালে তাৎক্ষণিকভাবে উপকার পাওয়া
যায়। পেট ফোলা পোশাক আটকে যাওয়া আদৌ বায়ু এসব ক্ষেত্রে একটু চিনির সঙ্গে একবার
দুই চা চামচ পাথরকুচি পাতার রস গরম করে খেলে রোগ সেরে যায়।
পাথরকুচি পাতার বৈজ্ঞানিক নাম
পাথরকুচি পাতার বৈজ্ঞানিক নাম জেনে নিন। পাথরকুচি পাতার বৈজ্ঞানিক নাম অনেকেই
জানেন না অনেকে আবার জানতে চান। আমরা শুধুমাত্র পাথরকুচি নামে জেনে থাকি কিন্তু
পাথরকুচি পাতার একটি বৈজ্ঞানিক নাম রয়েছে যা আমাদের অনেকেরই অজানা। পাথরকুচি
পাতার বৈজ্ঞানিক নাম হলো:Broyphllum Claycinum বোটানিক্যাল নাম: kalanchoe
pinnta.
পাথরকুচি পাতার ঔষধি গুনাগুন
পাথরকুচি পাতার ঔষধি গুনাগুন জেনে নিন। মূত্রনালী যে কোন সংক্রমণে, রক্তপৃও পেট
ফাঁপা শিশুদের পেট ব্যথা হলে কি মৃগী রোগীদের পাথরকুচি পাতার রস খাওয়ানো হয়ে
থাকে। মূত্র পাথর সারিয়ে দিতে সক্ষম পাথরকুচি পাতা। এছাড়া ব্রণ কত মাংসপেশি
থেকে গেলে বিষাক্ত পোকার কামড়ালে এই পাতার রস আগুনের শিখে লাগালে উপকার পাওয়া
যায়।
পাথরকুচি পাতার রসের সাথে আধা কাপ গরম পানি মিশিয়ে পান করে শরীরে জ্বালাপোড়া
দূর হয়। জন্ডিস নিরাময়ী উচ্চ রক্তচাপ আয়তে রাখতে পাথরকুচি পাতার রস অনেক
উপকারী। দিনে দুই তিনবার চিবি অথবা রস করে পাথরকুচি পাতার খেলে পাথর দূর হয়ে
যাবে। এভাবে খেলে জন্ডিসের উপশম হবে।
আরো পড়ুনঃ select plus শ্যাম্পুর গুনাগুণ অপকারিতা
প্রাচীন কাল থেকে নানান রোগের চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ওষুধ গাছ হিসেবে
পাথরকুচি পাতা ব্যবহার করা হয়ে আসছে। পাথরকুচি পাতাকে বৈজ্ঞানিক জগতে
বায়োফাইলাম নামে ডাকা হয়। এ পাতার এতটাই অসুবিধা কোন বিধায় একে মিরাকল ও লিফ
হয়।
পাথরকুচি পাতার ছবি
পাথরকুচি পাতার ছবিটি দেখে নিন। অনেকেই পাথরকুচি পাতার ছবি দেখতে চান তাই আপনাদের
জন্যই এবং সেই বিশেষ কয়েকটি পাথরকুচি পাতার ছবি সংগ্রহ করে দেওয়া হলো। দেখিনি
পাথরকুচি পাতা ছবি দেখতে কেমন হয়।
পাথরকুচি পাতা কিডনি এবং গলগন্ড পাথর অপসারণ করতে সাহায্য করে। তিনি দুবার দুই
থেকে তিনটি পাতা রস করে খান। অনেক সময় দেখা যায় পেট ফুলে গেছে পোশাক আটকে আছে
এর ফলেও পাথরের পাতা খেতে পারেন।
এই পাথরকুচি পাতা দিয়ে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের নিচু জলা আদ্র এলাকায়
এটি দেখা দেয়। পাথরকুচি একটি শাখা বিহীন গুল্ম জাতীয় উদ্ভিদ। সাধারণত আধা মিটার
পর্যন্ত উঁচু হয় তবে ক্ষেত্রে বিশেষ এক মিটার পর্যন্ত লম্বা হতে দেখা যায়।
লেখকের মন্তব্য
পাথরকুচি পাতার ১০টি উপকারিতা পাথরকুচি পাতার ক্ষতিকর দিকসম্পর্কে বিস্তারিত
জানতে পেরেছেন। আশা করি আজকে আর্টিকেলটি থেকে আপনারা পাথরকুচি পাতার উপকারিতা
পাথরকুচি পাথর ক্ষতিকর দিক সময় সম্পর্কে তারও অনেকগুলো বিষয় বিস্তারিত ভাবে
জানতে পেরেছেন।
তারপর আপনাদের এই বিষয়ে যদি আরো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে
পারেন। এবং এই আর্টিকেলটি জুতো পড়ে আপনার ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন
তাহলে অন্যদের সাথে শেয়ার করে দিবেন। বিভিন্ন রকম তথ্যমূলক আর্টিকেল পেতে আমাদের permanentit ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
পার্মানেন্ট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url